সাতক্ষীরার ভোমরা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার ভারতীয় রুপিসহ আনারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরের জাহাঙ্গীর মার্কেট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আনারুল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে। বিজিবি জানিয়েছে আনারুল একজন হুন্ডি ব্যবসায়ী।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন কবীর জানান, হুন্ডি ব্যবসায়ী আনারুল ভারতীয় রুপি নিয়ে এদেশ থেকে ভারতে যাচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরের জাহাঙ্গীর মার্কেট থেকে তাকে আটক করা হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল