সিরাজগঞ্জের বেলকুচিতে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বেলকুচি সদর ইউনিয়নের বেলকুচি চর পশ্চিম এলাকার একটি শন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ওসি (তদন্ত) মোসাদ্দেক হোসেন জানান, বেলকুচি চর পশ্চিমপাড়া এলাকায় একটি শনক্ষেতের মধ্য ওই যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়।
তিনি আরো জানান, নিহত যুবকের শরীরে কোন ক্ষত চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর শন ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বত্তরা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল