ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়ে। এতে অন্ততপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে ভেঙ্গে চুড়মার হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী চট্রমেট্রো জ- (০৫-০০৪৪) ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এ সময় বাসটির ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের আবু জাফরের ছেলে জনি মিয়া (৩৫), ও তার শিশু ছেলে জিহাদ মিয়া (৬) নিহত হন। এতে নারী পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের এস আই সেকান্দার হোসেন জানান, "ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমার ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এবং নিহত দুই জনের মৃত দেহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-১১