হবিগঞ্জ জেলার বাহুবলে ইট ভাটায় মাঠি কাটার একটি ট্রাক্টর উল্টে তার চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দ্বিমুড়া এলাকার সুজাত ইট ভাটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের হুন্দা মিয়ার ছেলে মাইনুল মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুজাত ইটভাটায় কৃষি জমি থেকে মাঠি কেটে এনে সুজাত ইট ভাটায় জমানোর কাজ করত ট্রাক্টর শ্রমিকরা। দিনের কাজ শেষ করে ওভার টাইম হিসাবে রাতেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়। রাতে মাঠি বোঝাই ট্রাক্টর নিয়ে সুজাত ইটভাটায় মাঠি স্টেকে উটার সময় ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই চালক মাইনুল মিয়া নিহত হয়।
বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান ট্রাক্টর চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ তাফসীর-১৩