‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ্যড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, শিক্ষক নেতা কামরুল হাসান বাবলু, হারুন অর রশিদ, হোসনেয়ারা হাসি, মশিউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল