মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে গত দুইদিন ধরে দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও নিখোঁজের গুজব সৃষ্টির অভিযোগও উঠেছে।
এ ব্যাপারে খাসেরহাট পুলিশ ফাঁড়ির আইসি শরিফ আব্দুর রশিদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার