বগুড়ায় ২ দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
এ উপলক্ষ্যে শহীদ টিটু মিলনায়ন থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টিটু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নাসিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, মেলা আয়োজক কমিটির আহবায়ক মো: নূরুল আলম টুটুল, প্রভাষক ওসমান গনিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।