কুমিল্লার লাকসাম উপজেলায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত সেই যাত্রীর নাম দেলোয়ার হোসেন (৬৫)। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন যাত্রী। বুধবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাটিয়াভিটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। তবে পুলিশ গিয়ে সেখানে মরদেহ কিংবা দুঘর্টনা কবলিত অটোরিকশা পায়নি। নিহত দেলোয়ার লাকসাম পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইয়াসমিন আক্তার সেতু নামে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।"
স্থানীয়রা জানান, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি এক্সপ্রেস লাকসামগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী দেলোয়ার মারা যান । সেই সঙ্গে অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭