নেচে গেয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুরে দিনব্যাপী সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি দিনাজপুর স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, সিনিয়র শিক্ষক আনসারুল হক প্রমুখ।