তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার সকাল ৯টা থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৫টায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ অনশন কর্মসূচি পালন করছেন তারা।
ইউনিয়ন পরিষদ সচিবদের তিন দফা দাবি হচ্ছে- পদবী পরিবর্তনপূর্বক মূখ্য কর্মকর্তা ও ১০ম গ্রেড স্কেল প্রদান, বেতন ভাতাসহ সকল সরকারি সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপসার লক্ষ্মীপুর জেলা সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল বাছেত বাবলু, ইউপি সচিব সাহাবউদ্দিন সাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ