শরীয়তপুরে তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন পরিষদের সচিবরা। ১০ম গ্রেডে বেতন স্কেল, ১০০ পার্সেন্ট বেতন ভাতা সরকারি কোষাগার হতে প্রদান ও পদবী পরিবর্তনের দাবিতে সকাল ১০টায় শরীযতপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ অনশন কর্মসূচি শুরু করে।
বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। এরপরও দাবি আদায় না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সভাপতি বিএম লুৎফর রহমান। এসময় সমিতির সাধারণ সম্পাদক মো. আনছার আলীসহ সকল ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ