তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে অনশন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি(বাপসা) এ কর্মসূচি ঘোষণা করেছিল।
রবিবার জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এ অনশন ধর্মঘট পালন করা হয়।
সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি একেএম হাসান নুর জামান ও সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন বলেন, ইউপি সদস্যদের পদবী পরিবর্তন পূর্বক মুখ্য কর্মকর্তাকরণসহ ১০ম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সুবিধা প্রদানের এ দাবি দীর্ঘদিনের।
তারা আরও জানান, সচিবদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ২৪ ঘন্টা আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
অনশনরত ইউপি সদস্যদের অনশন ভাঙান দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ