মানিকগঞ্জের বিভিন্ন স্থানে আজ দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান। এর আগে বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার মাহফুজুর রহমান পুলিশি অভিযানে মাদকসহ ১৪জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার