ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. মোক্তার আলীকে (৪০) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাভার সার্কেল অফিস থেকে তাকে গ্রেফতার করেন সাভার সার্কেল এ এসপি নাজমুল হাসান ফিরোজ।
মোক্তার আলী ধামরাই যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মুক্তার আলী পাশের গ্রামের এক যুবতিকে একাধিকবার ধর্ষণ করে। মঙ্গলবার ধর্ষিতা বাদি হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, যাদবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোক্তার আলীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। রাতে মামলা এন্ট্রি করা হবে।