পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ভবানীপুর গ্রামে ট্রাকচাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত স্কুল ছাত্রের নাম রনি হোসেন (১৩)। বৃহস্পতিবার বিকেলে রনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে রনি হামছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বিকেল ৫টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমথ্যে একটি মাটিভর্তি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে ধরার প্রক্রিয়া চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১