নোয়াখালীর হাতিয়ায় বৃহস্পতিবার রাত ১২ টায় অপহৃত ৪০ জেলেকে জলদস্যুদের আস্তানা থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
এ সময় তিনটি ট্রলারসহ জলদস্যু বাহিনী প্রধান সাইফুলসহ তার ১৪ সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ রাউন্ড গুলি, চারটি রাম দা ও দুইটি বগি দা উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. মো. বোরহান উদ্দিন জানান, গত ১৪ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে জলদস্যুরা তিনটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে। এরপর থেকে গত দুইদিনে দস্যুরা হাতিয়ার বিভিন্ন স্থান থেকে আরও ২০ জেলেকে অপহরণ করে।
এরপর তাদেরকে চর গাংনিতে নিজেদের আস্তানায় আটকে রেখে স্বজনদের কাছে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে কোস্টগার্ড জলদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় জলদসুরা তাদের কাছে থাকার চারটি আগ্নেয়াস্ত্র নদীতে ফেলে দেয়।
উদ্ধার জেলেদের বাড়ি কুতুবদিয়া, ঢালচর, নিঝুম দ্বীসসহ বিভিন্ন এলাকায়। আটক জলদস্যুদের বাড়ি হাতিয়ায়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা