ভারত থেকে ফেরার পথে বেনাপোল সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশিদের মধ্যে ১৯ পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকে ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা-বাড়ি ও কারখানায় শ্রমিকের কাজ করতেন।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস ছামাদ জানান, ইছামতি নদী পার হয়ে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম