সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগুন লেগে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ভাটিয়ারির বেড়িবাঁধের লতিফপুর এলাকায় ভোরে কিছু কাঁচা বসতঘরে আগুন লাগে। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৮টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান জসীম উদ্দিন।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম