কক্সবাজারের কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাক আহমদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
এসময় দুই হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত যুবক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত যুবক দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে পরিচিত। মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের বন্ধুকযুদ্ধে মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ নিহত হয়েছে। তবে কোন কোন গ্রুপের সংঘর্ষ এ বিষয়ে কিছুই বলতে পারেনি পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম