বরিশালে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ মো. সুজন হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ শুক্রবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। সুজন ওই এলাকার মো. শাহজাহাস হাওলাদারের ছেলে।
সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি বিদ্যুৎ কুমার রায়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম