কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
খালেক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মধ্যম নোয়াপাড়ার মৃত আবদুল মালেকের পুত্র। তিনি বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, আবদুল খালেক শুক্রবার ভোরে কোমাল্লা রাস্তার মাথায় রাখা বাসটি পরিস্কার করতে আসেন। দ্রুতগামী অপর একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা