ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৭০ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চান্দুরা এলাকার আনিস ও ফারহান।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফীন পরাগ জানান, আনিস ও ফারহান বিজয়নগর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম