রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলাদীঘি এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর জেলার মোহনপুর উপজেলার খোলাগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া আহতরা হলেন, নিহত হাবিবুরের বাবা শহিদুল ইসলাম (৩০), তার দাদি আলেকজান বিবি (৪৫), ভ্যানচালক তানোরের প্রাণপুর গ্রামের মামুন-অর-রশিদ (১৮), একই গ্রামের হাবিবুর রহমান (২৫) ও কৃষ্ণপুর গ্রামের নাহিদ হোসেন (১৭)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, সকালে তানোরের মুণ্ডুমালা বাজার থেকে একটি চাল বোঝাই ট্রাক ও একটি ব্যাটারিচালিত ভ্যান তানোর বাজারের দিকে যাচ্ছিল। পথে আলাদীঘি এলাকায় সরু একটি ব্রীজের ওপর ট্রাক ও ভ্যান এক সঙ্গে উঠে পড়ে। এ সময় ট্রাকের সঙ্গে চাপা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবুর মারা যায়। আর আহত হন ভ্যানের ৫ যাত্রী।
ওসি জানান, নিহত হাবিবুরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। আর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম