ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সামনে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বিশাল মাঠের এক কোণে পাকা টয়লেট, তার ঠিক সামনেই শহীদ মিনার।
স্কুলের দ্বিতল ভবনের সামনে অনেক খোলা জায়গা থাকা সত্ত্বেও টয়লেটের সামনে শহীদ মিনার স্থাপন করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম বলেন, আগেই ওখানে ছোট একটা টয়লেট ছিল। তারপর ওয়াস প্রকল্পের লিস্টে আমাদের স্কুল লিপিবদ্ধ হলে সেখানেই টয়লেট নির্মাণ করা হয়।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, 'টয়লেটের সামনে শহীদ মিনার আমি সমর্থন করি না। আমি দেখে সরানোর ব্যবস্থা করছি।'
উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুজ্জামান জানান, 'আমি বিষয়টি শুনেছি। এখন সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।'
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার জানান, 'খবর সত্যি হলে বলবো এটা অজ্ঞতার জন্যই হয়েছে। শহীদ মিনার একটি ভাল জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করা হবে।'
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা