গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনের জন্য লড়াই করতে পারেনি। একদিকে অপারেশন, অন্যদিকে আপোষ করেছে। হেফাজতীদের জমি জমা দিচ্ছে। পাঠ্যপুস্তকে তাদের পছন্দের বিষয় অন্তর্ভূক্ত করছে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহে সাহিত্য সংসদ আঙিনায় বীণের ১৭১৯তম আসরে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা বিমল পালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কবি সংগঠক স্বাধীন চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে জোনায়েদ সাকি আরও বলেন, ‘সরকারের জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া উল্টো তাদের ভিতকে মজবুত করছে। বাঙালি বনাম মুসলমানের মাঝে ধাক্কাধাক্কি চলছে। বিএনপি ও আওয়ামী লীগের বিভাজনও এটার অংশ।’
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল