নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় সুরাইয়া আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত ৮টায় পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
সুরাইয়া আক্তার নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। তার বাবার নাম কালু মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতের বাবার দাবি পড়াশোনা নিয়ে বকাঝকা করায় অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, সুরাইয়ার বিয়ের কথা চলছিল। এখন কাবিন করে দুই বছর পর বরের বাড়িতে তুলে দেওয়া নিয়ে কথাবার্তা চলছিল। ওই কারণেই হয়তো সে গলায় ফাঁস দিয়েছে।
উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল