সফটওয়্যার আপডেটের কারণে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আজ সকাল থেকে দিনভর এপথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গোশাখার সহকারী রাজস্ব কর্মকর্তা নাদিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দিনভর কাস্টমসে সফটওয়্যার আপডেটের কাজ চলবে। একারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফলে আজ এপথে আমদানি-রফতানি বন্ধসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল