হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জামাইয়ের হাতে শ্বশুর হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল মিয়া (৫৫)। কামাল মিয়া রতনপুর গ্রামের বাসিন্দা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পূর্ব বিরোধের জের ধরে জামাই সাজু মিয়ার (৩০) সঙ্গে শ্বশুর কামাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মারামারি হয়। এসময় সাজুর মিয়ার আঘাতে কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান।"
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪