ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে এক গ্রাম্য কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিরাজের নাম ফরিদ মিয়া (৪৫)। ফরিদ মিয়া জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে সকালে ফরিদ মিয়ার নিজ ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসাপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।"
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬