লক্ষ্মীপুরে দিনব্যাপী ২য় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের আয়োজনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় এবারের উৎসবে প্রায় ১২শ' শিক্ষার্থী অংশগ্রহণ করে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এক ঘণ্টার লিখিত পরীক্ষা, সঙ্গিত পরিবেশন ও মজার প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উৎসবটি দীর্ঘ সময় উপভোগ করেন শিক্ষার্থীরা।
এর আগে গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, জেলা পরিষদ মহিলা সদস্য বেগম ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। উৎসবের সমাপনীতে বিজয়ীদের জুনিয়র ও সেকেন্ডারী ক্যাটাগরিতে ২ জন চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার্সআপ ২জন এবং সেকেন্ড রানার্সআপ ৬জনকে পুরুস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল