কিশোরগঞ্জে ছেলের হাতে কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের হাচারকান্দি গ্রামে নিজেদের বাড়িতে খুন হয়েছেন এক মা। ফিরোজ মিয়া নামে এক যুবক তার মা রেহানা খাতুনকে (৫৬) গলা কেটে হত্যা করেছেন বলে জানা গেছে। ফিরোজ মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা।
শনিবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফিরোজ মিয়াকে আটক করেছে পুলিশ।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পরিবারিক কলহের জের ধরে ভোরে ফিরোজ তার মাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ সকালে ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।"
তিনি আরও জানান, "দুপুরে ফিরোজ মিয়াকে আটক করেছে পুলিশ।"
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১