কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৩ টার দিকে দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামে সেচ পাম্পে সংযোগ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঐ গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল খালেক (৪০) জমিতে সেচ দেওয়ার জন্য নিজ বাড়ির আঙ্গিনায় সেচ পাম্পে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ফুলবাড়ী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক ব্যাপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার