বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ গ্রাম থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণীর নাম সরবানু (২৫)। সরবানু ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। আজ শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিকেলে স্বজনরা ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় সরবানুর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।"
তিনি আরও জানান, "পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।"
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২