ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় ট্রাকচাপায় তাছলিমা (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাছলিমা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৈলারামপুর গ্রামের মইজ উদ্দিনের মেয়ে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল তাছলিমা। এসময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকসহ চালক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম