বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস জি-প্যাথেড্রিন ইনজাকশনসহ সজল দাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে আটক সজল ওই এলাকার স্বপন দাসের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ইছাকাঠী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ীর সামনে থেকে সজলকে ১৩০ পিস জি-প্যাথেড্রিন ইনজাকশন এবং ইনজাকশন বিক্রির ৫ হাজার টাকাসহ আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল