ফাল্গুনী পূর্ণিমায় সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও পালিত হচ্ছে দোল উৎসব। বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা দিনটি উপলক্ষে রঙ নিয়ে খেলায় মেতে ওঠেন। বন্ধু-বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীদেরকেও যে যার মত করে রঙ ছিটিয়ে রঙিন করে দেন। বাংলা বর্ষের ১৪৮৬ সালে শ্রী শ্রী চৈতণ্য মহাপ্রভূ এই তিথিতে জন্মগ্রহন করেন বলে একে গৌর পূর্ণিমা বলেও অভিহিত করেন বৈষ্ণব বিশ্বাসীরা।
দিবসটি উপলক্ষে সকালে সার্বজনীন শ্রীশ্রী হরিসভা মন্দিরে কির্তন, রঙখেলা, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
দোল উৎসবের নেপথ্য অর্থ হিসেবে ধরে নেওয়া হয়, ‘পার্থিব জগতের সকল অশুভকে ধুয়ে মুছে ভালো কাজের জয় আর মন্দের ক্ষয়’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ