সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেসরকারি শিশু সদনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রবিবার সকালে মোড়েরগঞ্জ উপজেলা সদরে ‘আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন’ এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মো. জিয়া উদ্দিন শাহীনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, মাকসুদা বেগম মুক্তা, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, হাফেজ মো. রফিকুল ইসলাম, শিশু সদনের সুপার মো. রেজাউল হক।