নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার দুপুরে সিংড়া উপজেলার বন্দর এলাকায় সিংড়া থেকে নাটোর মুখি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় লেগুনার চালক আব্দুল কাউয়ুম।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ১১ যাত্রীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে দুপুরে শহরের হরিশপুর এলাকায় সিএনজি অটো রিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়।