কক্সবাজারের উখিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ৩০৫পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
থানা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৫শ' পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তি সিরাজগঞ্জের জাবেদ আলীর ছেলে। পরে ওইদিন থানা পুলিশ রাজাপালং ইউনিয়নের হরিণ মারা এলাকায় অভিযান চালিয়ে আলী আহমদের ছেলে হেলাল উদ্দিন নামের আরেক যুবককে আটক করে। কক্সবাজার জেলা ডিবির ওসি অংসা থোয়াই বলেন, ডিবি পুলিশের একটি টিম আরকান সড়কে অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ