দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ গুরুত্বর আহত হয়েছেন। তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একইসঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও রেডিও টুডে’র প্রতিনিধি ও স্থানীয় দৈনিক অন্তরকণ্ঠের সম্পাদক।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনে তিনি মোটরসাইকেলযোগে পুলহাটে যাচ্ছিলেন। ওই সড়কের বড়ময়দান এলাকার শিশুপার্কের সামনের সড়কে একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাকে হাসপাতালের ৬নং কেবিনে রাখা হয়েছে।
দিনাজপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. দ্বিজেন্দ্র নাথ রায় জানান, এখন পর্যন্ত মনে হচ্ছে মাথা ফেটে গেলেও তেমন কোন সমস্যা নেই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ