সাতক্ষীরার শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমসহ ১৫ জনকে গ্রেফতার করেছে।
রবিবার বেলা সাড়ে তিনটার সময় শ্যামনগর উপজেলার কৈখালি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ