ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারাহাট ইউনিয়নের নিজ বাড়ি থেকে রবিবার আলাল উদ্দীন আলাল (২৫) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
আটক আলাল উদ্দীন আলাল (২৫) ঢোলারহাট ধর্মপুর গ্রামের মৃত নাজিম উদ্দীন নাজুর ছেলে এবং রুহিয়া থানা শিবিবের ভারপ্রাপ্ত সেক্রেটারি।
রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, শিবির নেতা আলাল উদ্দীন আলাল নিজ বাড়িতে বসে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক শিবির নেতার বিরুদ্ধে গত ৫ই জানুয়ারি নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি খান মো. শাহরিয়ার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ