হবিগঞ্জ শহরের যশোরাব্দায় একটি মেস থেকে রবিবার রাতে সামছুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সামছুল বানিয়াচং উপজেলা মকরমপুর গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার