বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবালকাঠি এলাকায় তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি বাগেরহাট-২ নামে একটি লঞ্চ আটকা পড়েছে।
সোমবার ভোর ৪টার দিকে অন্য একটি লঞ্চের ধাক্কায় এই লঞ্চটি নদীর পাড়ে উঠে আটকে গেছে। দুপুরে জোয়ার না আসা পর্যন্ত লঞ্চ নদীতে নামানো যাবে না বলে জানিয়েছেন লঞ্চের মাস্টার মো. সাগর মিয়া।
রাতে প্রায় এক হাজার যাত্রী নিয়ে বাগেরহাট-২ লঞ্চটি ঢাকা থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেয়। ভোরে পথে বাকেরগঞ্জের আবালকাঠি ঘাটে ভেড়ার সময় পেছন থেকে এমআর খান নামে আরেকটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে তাদের লঞ্চটি নদীর পাড়ে ওঠে আটকা পড়ে। তীরে ভেড়ানো অবস্থায় ধাক্কা লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। তিন শতাধিক যাত্রী জাহাজে রয়েছেন। বাকিরা অন্য লঞ্চ ও বিভিন্ন বিকল্প পথে গন্তব্যে চলে গেছে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/ফারজানা