খুলনার কয়রা উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে হালিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝের আইট গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কয়রা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
তিন বলেন, উপজেলার মাঝের আইট গ্রামের নুর ইসলামের স্ত্রী হালিমা খাতুন একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/মাহবুব