নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রধান সড়কে পাওয়ার টিলারের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম জামাল উদ্দিন (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেলে আরোহী।
সোমবারসকাল সোয়া ৯টার দিকে হাতিয়ার ওছখালি বাজারের অ্যাডভোকেট সাইফুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের সারাজুল হকের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পাওয়ার টিলারসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯