নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী ছাত্র শ্যামল চন্দ্র (২১) হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে পলিটেকনিক চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের মুক্তির মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানবন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইভটিজারদের বাধা দেয়ার কারনেই শ্যামলকে হত্যা করা হয়েছে। খুনিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলেও অভিযোগ করে বক্তারা। আর তাই দ্রতই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় শহরের মৎস্য খামার এলাকায় পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ৩য় বর্ষের ছাত্র শ্যামলকে উপুর্যপরি ছুরিকাঘাত করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। পরে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় শ্যামলের। নিহত শ্যমলের বাড়ী জেলার পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩