টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এরশাদ মৃধা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এরশাদ মৃধার বাড়ি উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। বাবার নাম তাজিবর মৃধা।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার নাজমুল হুদা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোরে মির্জাপুর স্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর গোড়াইল নামক স্থানে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হন বলে সংবাদ পাই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ