কুষ্টিয়ার একটি হোটেলে মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে হেনস্তার অভিযোগে ওই হোটেলের মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে শহরের ছয় রাস্তা মোড় থেকে গ্রেফতার করা হয়।
আগেরদিন রবিবার ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘এক মার্কিন নারী সাংবাদিকের লিখিত অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া এসেছিলেন ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট এ্যালিসন জয়েস। তার দাবি গত ৫ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত খেয়া আবাসিক হোটেলে রাত ১টার দিকে হোটেলটির মালিকপক্ষের অংশীদার বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় আরেকটি চাবি দিয়ে দরজা খুলে তার কক্ষে প্রবেশের চেষ্টা করেন। ঘটনার সময় কক্ষে তিনি একা অবস্থান করছিলেন। এ ঘটনায় তিনি চরম আতংকিত হয়ে পড়েন। এ সময় তিনি তার বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার বাসিন্দা সাংবাদিক আলী এহসানকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। আলী এহসান দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে অন্যদের সহযোগিতায় ওই সাংবাদিককে উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ