সিরাজগঞ্জের সলঙ্গায় পাটধারী দাখিল মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে দেখতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন মা শিউলী খাতুন (৩৫)। আজ সোমবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গার পাটধারী এলাকায় রাস্তা পারাপারের সময় এদুর্ঘটনা ঘটে। সে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের মোতাহার হোসেনের স্ত্রী।
নিহতের বড় ভাই ছানোয়ার হোসেন জানান, সকালে বোন শিউলী ভাগ্নেকে দেখার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়। মহাসড়কে উঠতেই ঘাতক ট্রাক বোনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, পাটধারী এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিউলী মারা যায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার